মন ভালো নেই
কেন ভালো ?নেই কি হয়েছে ?
এগুলো জানতে চেওনা
মন ভালো নেই,
কার কারণে ভালো নেই ?কখন থেকে ভালো নেই ?
কিছুই জানতে চেওনা
মনের মতন সব পাওয়া যায় না এই পৃথিবীতে
বা হয়তো ;আমি নিজেই এই পৃথিবীর উপযুক্ত নই
কেন জানিনা
মন ভালো নেই
আমি কোন পথে ছুটিনি
আমার পথেও কেউ ছোটেনি
প্রতিযোগিতাহীন একটি শূন্য পথের পথিক আমি
মনকে কিছুই বলিনি
মনকে কিছুই জানাইওনি
তবুও মন আজ ভালো নেই
মনের মাঝে মন থাকে ?
নাকি শরীরকে ছুঁতে চায় সে ?
উদাস বিকেলে মন কেমন করে এখন
জানা নেই কোন কারণ
ভালো নেই আমার মন।