রাত নামলেই
একটা তুমি আঁকতে ইচ্ছে হয় ভীষন
সে এসে শুষে নেয়
মন কেমনের গন্ধদের
আঙ্গুলের সব আয়ু
ঢাললাম ওই ঠোঁটে
চাঁদ চুম্বন দীর্ঘজীবি হোক
সারাদিনের ধুলোবালি
ঝারবাতি হয়
মলাটের মশারি ছিঁড়ে
বেরিয়ে আসে
উপন্যাসের প্রেমিক প্রেমিকা
সাদা ফুলেদের জন্মোৎসব
রাত দীর্ঘ হোক
ক্ষত দের কবর দেওয়া
ঢের বাকী