কোনো কাজে যদি মন আমাদের সঙ্গ না দেয়
আমাদের কি সেই কাজ করতে ভালো লাগে —- নিশ্চয়ই নয়।
যে কোনো কাজ করতে হলে
আমাদের চাই ‘মন’-এর সহযোগিতা,
মন রাজি না হলে
কোনো কাজ করতে ভালো লাগবে না।
এই যেমন কাউকে ভালোবাসা তখনই সম্ভব হয়
যদি তাকে মনের পছন্দ হয়।
আবার মন যদি আমাদের কোনো একটি বিষয়ে তন্ময় হয়ে থাকে
অথচ আমাদের জোর করে অন্য কোনো বিষয়ে মন দিতে বাধ্য করা হয় —- তখন কি আমাদের আর মন ভালো থাকে?
তাই মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করা যায় না সুষ্ঠুভাবে
হয়তো করা গেল —- কিন্তু ভালোভাবে নয় —- অগোছালোভাবে —- ইচ্ছে নেই তবু হল জোর করে।