তুমি সবকিছুই ভাব আমি কুড়িয়ে পেয়েছি?
তুমি সবকিছুই ভাব আমি এমনি এমনিই পেয়েছি?
আমার সাধনার বুঝি কোন দাম নেই?
আমার পরিশ্রমের বুঝি কোন দাম নেই?
প্রতিষ্ঠা পাওয়ার জন্য কোন প্রতিষ্ঠানই যে সব কিছু এমনটা নয়
সাধনাই যথেষ্ঠ;ধৈর্য সময়কে দোরগোড়ায় পৌঁছে দেবে একদিন
আত্মশ্লাঘা মিশ্রিত কোন নবলন্ঠনে আলোকিত হতে চাই না
হতে চাই না কোন নবজাতক শিশুর সম্মুখে
দাঁড়ানো এক অ-শিক্ষনীয় নাচের পুতুল।
তুমি এতদিন আমাকে কি ভাবলে?
আমার সম্পর্কে এতোটুকুও অনুধাবন করতে পারলে না?
তুমি আমাকে এতটাই পলকা ভাবো?
তুমি আমাকে এতটাই হালকা ভাবো?
গর্জে ওঠা পিপিলিকার কোন দাম নেই—-
এই শিক্ষিত শক্তিমান সুশীল সমাজের কাছে,
এখানে মুখরোচক দালাল; দখলদার ধান্দাবাজ
আর চাটুকারিতার ভিড় চোখে পড়ে খুব।
আবেগ শূন্য প্রেমে ডুবে যায় যুবসমাজ
ব্যথার কারুকার্যে ক্ষতবিক্ষত বৃদ্ধ-রুগ্ন সমাজ
শিকড়হীন নমনীয়তায় ধরা দেয় রুদ্ধশ্বাস
থেমে থাকা পৃথিবীর পরে` হয় প্রতিযোগিতা জড় পদার্থের।
অশালীন ভাষারা গায় মহত্বের গুনোগান
অকথ্য গালিগালাজ প্রকাশ সমাবেশে পায় সম্মান
পদার্থের চাইতে অপদার্থ আবর্জনারাই এখন মহামূল্যবান,
একটা প্রকারভেদ থাকার কথা ছিল বিবেচনায়;
একটা প্রকারভেদ থাকার কথা ছিল আমাদের সকল চর্চায়;
গুরুত্বের মাপকাঠি ঠেকেছে গিয়ে এক অন্ধ গোলিপথের সীমানায়
পুরনো ইতিহাসে ভাসমান কদর্য হারিয়েছে মাধুর্যতায়।
পক্ষাঘাত পুষে রাখে সাম্যের গীতিকার
করে রচনা এক অসহনীয় সৌন্দর্য
বিবেচনাহীন জনগোষ্ঠীর কাছে আমি আজ হাসির খোরাক;
তবু প্রকাশ্য সমাবেশে দিয়ে যাবো মানবতার বার্তা
এরপরেও যদি কিছু যায় ভেঙ্গে যাক
থাক ভীরু কাপুরুষের মত মানবতা, থাক দাঁড়িয়ে থাক।