ঋতুর সুনিপুণ সমাহার ছুঁয়েছে,
তোমার পাপড়ির মত অমলিন হাসি,
আমার মনের বাগানে শুধুই ফুলের সম্ভার,
শ্যাওলা ভেঙে ছুঁই জলের স্তর,
গভীর একনিষ্ঠ সাঁতারে বুঝেছি বিভাজন।
অসীম বটগাছ ঠাঁয় দাঁড়িয়ে প্রত্যাশায়,
ধ্যানমৌনী সন্ন্যাসীর মত অবিচল আস্থা,
করপুটে ধরে রাখি সম্ভাবনার সোনালী শস্য,
পূর্ণতায় ভরে দিয়েছ আমার আকাশ,
চেনা ছন্দে দিগন্তহীন ব্যাপ্তিতে।
শুধুই স্বপ্ন বৈভব নয়,
নয় নির্ভীক স্মৃতিচারণায়,
মুক্তোঝরা হাসির বৈদিক মুর্ছনায়,
আমি এক মন্ত্রমুগ্ধ রূপতাপস………