ভাগ্যিস আমার মনমঞ্চের সংলাপ আলাপ
তুলতুলে নরম পাশবালিশটাও দেখতে পায় না !
দেখলে , দেখতে দেখতে ঝিনঝিনে ঝুনো হয়ে যেতো ।
এতো দীর্ঘ সে নাট্যের দৈর্ঘ্য
পৃথিবীর ব্যাসও বাস্তু হারাতো ।
মৃদু লঘু গুরু স্বরে কতটুকু কথা বলি
শব্দের বাচাল চাতালে !
মনের ভেতর জেটে এক্ষুনি চলে যাই
বোগা থেকে বোস্টন কোয়ান্টাম বেগে ,
শব্দহীন কথকতা কাঁধে আটলান্টিক ডিঙিয়ে
ভরে আনি নিঃসীম মনে রূপকথা ।
কোনও ধুরন্ধর রেডারেরও সাধ্য নেই ধরে
কখন গেলাম আর কতখানি
মহড়ার মধু মনের মৌচাকে জমালাম ।
মনে মনে সহবাস এক দূরগামী
দীর্ঘতম কবিতার রিমঝিম শতদ্রু স্নান ।