মনে পড়ে তখন তোমার স্বপ্নচোখে,
বেপরোয়া বয়স আঠারো বছর … !
দুটিহাতের স্পর্শভরা আশা বুকে হেঁটে চলা
চিত্রআঁকা চোখের ভিতর নতুন জগৎ
মনের ঘরে প্রেমের আসর , দিবানিশি –
বুকের পরে,মুখের পরে প্রেমের পরশ!
মনে পড়ে তখন তোমার স্বপ্নচোখে –
বেপরোয়া বয়স আঠারো বছর … !
পায়ে ,পায়ে এগিয়ে যাওয়া সে অঙ্গণে
অদম্য জেদ,কল্পচিত্র চারিচোখে সম্মোহনে
ছমছমে সে আঁধারগুলোয় আলোয় ভরা-
চিন্তাগুলোই বেপরোয়া আর ছন্নছাড়া।
মনে পরে তখন তোমার স্বপ্নচোখে –
বেপরোয়া বয়স আঠারো বছর … !
কত মুখোশ এগিয়ে এসে বেড়ি পড়ায়
মধুর দিনে চলার পথে কণ্ঠক ছড়ায়
কারা যেন আগল তুলে থামিয়ে দিল
থেমে গেল স্বপ্ন দেখা ,দুজনায় দুটি পথে ।
মনে পড়ে সেদিন ছিল কতই স্বপ্নচোখে
কোথায় গেলো হায় – সে আঠারো বছর … ?