জীবন পথের সব ফুল গুলো
জুড়ে জুড়ে এখন মালা
এমন একজন দরকার
যার কাছে সহজেই
হেরে যেতে ইচ্ছে করে
যাবতীয় স্বপ্ন ইচ্ছে
তার হাতে তুলে দিতে ইচ্ছে করে
আর সে নিস্পাপ হাসি মেখে
শর্তহীন ভাবে
তাদের লালন পালন করবে
মালাটা হাতে নিয়েছি…
ছুঁয়ে দেখি
রক্ত মাংস দিয়ে গড়া
পুরুষ
অবাক
মালাটা রেখে দিই
পূজো করলে
অভিযোগ করতে নেই
নিস্কাম মন প্রসব করে
নিখুঁত ভক্তি
এমন মানুষ কই
যার প্রতি কোনো
অভিযোগ থাকে না
আর এভাবেই
আমাদের সব মালা শুকিয়ে যায়
পূজো পূর্ণতা লাভ করে না
আমরা ভালোবাসতে জানিনা
আদিম সময় থেকেই
অভিযোগের খাতাতেই নেশা
কি ভীষন মড়ক লেগেছে মনে