বুক কাঁপে কত কি কথা ভেবে
জানি সময় চলে ঠিক হিসেবে
মনে যদি আসে কোন অবসাদ
তাই সাহিত্যে খুঁজি খুশির স্বাদ।
আঁকি অনুভুতি কথায় ফুটিয়ে
যাই সভাসমিতি নিজেকে ছুটিয়ে
খুশির ভাবনায় মনকে ভাসিয়ে
মনটাকে রাখি আনন্দে হাসিয়ে।
সেদিন হঠাৎ ঘুম থেকে উঠে প্রভাতে
দেখি, ছিলে তুমি ডায়েরি নিয়ে হাতে
দেখেছিলাম তোমার মুখভরা হাসি
তোমার দেওয়া উপহারে ভীষণ খুশি।
চাই না আমি কখনও হতে কবি
ফোটাই কেবল গোপন মনের ছবি
রাখবে ভরে সে’সব ছবিতে ডায়েরি
থাকবে তাতে আবেগ মাখা শায়েরী।