ভালোবাসা যেচে ভিক্ষা করতে নেই,
ভিতরে যতই ভাঙুক মন হৃদয় –
বাইরে যেন তা একটু দেখা না যায়,
দয়িত তোমার ফিরবে সুনিশ্চয়।
না বুঝে যে চলে গিয়েছে সীমানাপার,
খোঁজ নিও তার কাছে ডেকো নাকো আর,
যে ফিরে আসার সে ফিরে আসবে জেনো,
বিধি বাম হলে ফিরেছে কে কোথায় ।
পরীক্ষা দিয়েছে সীতা সাবিত্রী সব-
তাদের ব্যথায় অশ্রু ঝরছে আজও,
সুখ পরশের অগ্নিবীণার রব
যে পুড়ে যাচ্ছে সেই করে অনুভব।
সন্দেহ হলো বিষ মাখা এক তীর –
অন্তর পোড়ে তীব্র দহন জ্বালায়,
যাকে ভালোবাসো তাতে করো মনস্থির
জনমে মরণে সে প্রেমিক নিশ্চয়।
সাধুবাদও নয়, দুঃখিত নয় আর-
উদ্বিগ্নতা ক্ষুব্ধ মনের ছায়া,
সবার মনেই এক হিমবাহ আছে,
প্রিয় সংসারে সে শুধু ছড়ায় মায়া।
মায়ায় জগতে সংসার এক মায়া
বন্ধন এক নিবিড় মায়ার খেলা,
শুধু প্রেম নয় স্নেহ ফেলে তার ছায়া
মনস্থির করা অতটা সহজ নয়।।