উঠোনে বাঁধা তারের উপর জামাকাপড় মেলা
আকাশ নির্মম ফণা তুলে আছে
ঘনকালো মেঘের সঞ্চারে
সূর্য্য ক্রমে মেঘে ঢেকে যেতেই ঝুপ করে
নামছে অন্ধকার আর মেঘ চিরে বিদ্যুৎ
শেষ জ্যৈষ্ঠেও কালবৈশাখি ধেয়ে এসে
চেপে বসছে পাশে
হাওয়ার তোড়ে ঢেউ ভেঙে ডিঙ্গি ভেসে যায়
নদীর বুকে জেগে ওঠে তোলপাড় শিহরন
তারপর বেহিসাবী রাত নেমে এলেই
অবাধ্য মুহূর্তগুলো স্বপ্নের বুকে মাথা রেখে
শূন্যে মেলে দেয় দুর্বিনীত ডানা
নিঃসঙ্গ বিছানায় আমি পাশ ফিরে
অন্ধকারে মুখ ঢেকে শুধুই
বর্ষণকাতর রাতের পূর্বরাগে
আকাশ থেকে লুটিয়ে পড়া ঝড়বৃষ্টির
ঘনঘোর মধ্যযাম দেখছিলাম ।