মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব
দরশনে আকুল প্রাণ,
আইল ঋতুপতি কুসুম মাল্য লয়ে
স্মিগ্ধ মলয়, পিকতান।
(তব) ভাগ্য গগণে, আজি, উদিল শুভগ্রহ
পূর্ণ বিমল পরিতোষ;
আশীর্বাদ করিছে মুহুঃ বরিষণ,
শিরে তুলি লহ দেবদান।
দুঃখ দৈন্য সব দূর;
লক্ষ্মী স্বরূপিনী আন গৃহে
ধন ধান্যে হইবে ভরপুর
বিশ্বনাথ পদে প্রণম ভক্তিভরে,
বল, জয় করুণা নিধান।।