হৃদ মাঝারে আঁকা আছে
মধুর শৈশব বেলা,
প্রীতি মাখা কতশত
বর্ণিল স্মৃতির ভেলা।
বাঁশের কঞ্চি পাতার বেড়ায়
তৈরী খেলার ঘরে,
পুতুল বিয়ে দেওয়ার মজা
দারুণ খুশি ভরে।
বিয়ের ভোজে রান্না হতো
পাতা ফুলটা দিয়ে,
কলমী শাকে ইটের গুঁড়ো
পাথর কুচি নিয়ে।
কানামাছি গোল্লাছুট
খেলা সবাই মিলে,
দারুণ মজার শৈশবটা যে
টাটকা খুশির ঝিলে।
শৈশব আজো হাতছানি দেয়
অবসরের ক্ষণে,
মনটা আমার যায় যে ভেসে
সুখের স্মৃতি সনে।