ম- মধুর ধ্বনি বাজেরে প্রকৃতির মাঝে
চিত্তে দোলা ছন্দে লাগে,
তোমায় আমায় মিলে মাতবে হৃদয়
অন্তরের আলো জাগে।
ধু- ধুলো ধোঁয়াশার পথে চেয়ে থাকি আমি
কখন তুমি দেখা দেবে,
বিজন আলাপ মাঝে পরিচয় হবে
ভালোবাসা দেবে নেবে।
রা- রাত্রি বলে শোনো ধ্বনি রাগে তুমি বাজো
মধুর কল্যাণ সুরে,
তোমার বংশী বাজাও ইমন রাগেতে
অচিন দেশের পুরে।
লা-লাজুক প্রেমিক বংশী হাসি ধরে মুখে
বাজায় আপন মনে,
রাত্রি নামে সুরে সুরে কথা কবে দোঁহে
কাটবে মধুর ক্ষণে।
প- পরিচয়ের আলাপ চলে রাত্রি ভরে
অবসান হবে ভোরে,
রাত্রি জানায় বিদায় অপেক্ষায় রবে
বংশী ধ্বনি বাজে দোরে।