উথলানো রস চেটেপুটে মলয় সমীরে
আচমন! ফুরফুর…ফুরফুর…ফুরফুর…
নীরস-নিরাশ বহু বহুদূর।
লাঘব ভার, ভারমুক্ত বসন্ত-মাতালে
কুহু-তানে মানস-দুর্বার!
আমোদের তুখোড় কালে শিরার ভেতর
মদিরার স্রোত, তেমন ঝরণায় জীবনের কাছে
জীবন যেন ভরপুর।
অথচ ঈভের কাছে আদমের প্রত্যাশার
তুর্কী নাচনে তৈরী মাদক-মহল ।
তখন রসিকের আবহে রমণীয় হাবভাব
টুসটুসে স্বাদে বিভোর!
আয়!আয়! ফলের আমন্ত্রণে নিষেধ-নাও-য়ে
ভাসি, খুব রাজী নাগর-নাগরি!
মধুর ফল্গুধারায় তখুনি বাসন্তিক মাতনে
চরম আহ্লাদের গড়াগড়ি!