মাতাল মলয়ে মহুয়ার মৌতাত
মালঞ্চে মুখরিত ময়না ময়ূর
মৃগাক্ষীর মৃগনয়নে মেঘদীপের মদিরা
মরিমরি, মঞ্জুল মুখপদ্মে মাখা
মথিত মৃগাঙ্কের মনোহর মাধুরী ।
মনোমন্দির মাঝে মন্দিরার মূর্ছনা
মুখর মত্ত মাদল
মন্দ্রিত মঞ্জীর,
মোহিনীর মায়াতে মায়াবিষ্ট
মন মোর মত্ত মাতাল ।
[ শব্দার্থঃ- মঞ্জীর-নূপুর, মৌতাত-নেশা, মঞ্জুল-সুন্দর]