বর্তমানে সবাই ব্যস্ত নিয়ে মুঠোফোন
সোশ্যাল মিডিয়া করে মুগ্ধ কর দেখিয়ে
প্রলোভন ৷
ফেসবুকেই হচ্ছে ব্যয় বেশীরভাগ সময়
কি করেই বা বলি তবে সন্দেহ অমূলক
নয় ৷
এক পশলা সন্দেহ জাগলে মনের আকাশে
দাম্পত্য জীবনে ভাঙন ধরতে পারে
বিশ্বাসে ৷
কাটে না জীবন আর সেই নিত্য নানা উল্লাসে ৷
হারিয়ে যায় সম্পর্ক সব সন্দেহ কাঁটার বিষে ৷
ঠোকাঠুকি লাগছে খুঁটিনাটি বিষয়
নিয়ে প্রতিদিন ৷
ছোটখাট বিষয় ছিল না যা নজরে
এতদিন ৷
ঝগড়ার কারণ বশত শরীর
হারাচ্ছে আবেদন
চেনা মানুষগুলোর যেন বদলে যাচ্ছে আচরণ৷
মনোবিদরা বলেন,
অতিরিক্ত সন্দেহপ্রবণতা মানসিক
রোগের কারণ ৷
অবসাদ থেকেই কি তৈরী হয়
সন্দেহপ্রবণ মন?
তবে কি যৌন অতৃপ্তি সন্দেহের জন্ম দেয়?
তার থেকেই কি মতিভ্রম রোগের
সৃষ্টি হয় ?