খোকা খুকু আয়রে সবাই
গল্প করি আমি
তোদের কটা প্রশ্ন করি
উত্তর দিলে হামি।
গরমেতে ফলটি খেতে
লাগে খুবই ভালো
জামের আগে লেখা থাকে
বর্ণ হলো কালো।
সবাই দেখি চালাক চতুর
চটপট উত্তর দিল
বুদ্ধি করে আমার কিন্তু
পড়ানো যে ছিল।
ফলের রাজার নামটা বলো
আমসত্ত্ব হয় তাতে
কাঁচাতে টক পাকলে মিষ্টি
খাইগো দুধে ভাতে।
আমের নামটা সবার জানা
সবাই খাতায় আঁকে
আঁকতে আঁকতে বলে দিল
পদ্ম ফোটে পাঁকে।
রকমারি আমগুলোর নাম
অনেকেইতো জানে
প্রতি কথার উত্তর ওরা
দিচ্ছিল যে গানে।
ধাঁধার ছকে পড়াশোনা
আঁকতে খেলতে করে
পাঠশালাতে আসার জন্য
বায়না করে ঘরে।
ঘুরে ঘুরে অঙ্ক শেখা
যোগ বিয়োগের খেলা
অনায়াসে বলতে পারে
সকল কটা জেলা।
কালীমায়ের গলায় দেখি
জবার মালা ঝোলে
পুরাকালে ছাত্র ছাত্রী
পড়তে যেত টোলে।
গল্পের ছলে পড়াশোনা
চাপ লাগে না মোটে
সময়মতো পড়ুয়ারা
স্কুলের দিকে ছোটে।