সংসার মানেই কি ঝগড়াঝাটি?
সংসার মানে কি ঠোকাঠুকি?
সংসার মানেই কি
অনেক ঝড়ঝাপটার পরে একটু শান্তির বাতাস?
সংসার মানেই কি
অনেক মেঘের পরে রামধনু যুক্ত মুক্তির আকাশ?
সংসার মানেই কি
শত রাগ অভিমান ভুলে গিয়েও
হঠাৎ করে বলা আজও তোমায় ভালোবাসি?
সংসার মানেই কি
দূরত্বের পাঠ গুছিয়ে,
চুকিয়ে দিয়ে মলিনতা হাসি রাশি রাশি?
হয়তো তাই
হয়তো তাই
শত মাইল দূরে গিয়েও ফিরে আসি তোমারই কাছাকাছি
বিরহের মান ভাঙ্গে
ভাঙে লাজ, হাসিতে পায় প্রকাশ বধু সাজ
মগ্নতার সাগরে অবিরাম চলে হৃদয় খোঁজাখুঁজি।