চরম এককীত্বে একদিন গাঢ়
নীল সমূদ্র
থেকে উঠে এসেছিল
নীল দেব স্বরূপ প্রেমিক—
নীল পদ্ম রেখেছিলাম পায়ে।
খুব দ্রুত মুছে গিয়েছিল সব বিঘ্ন।
উজার হলো সর্ব রক্ত ধন যা ছিল
অবশিষ্ট।
তারপর
একদিন সে নীল রঙ
মুছে দেখা যায় ধুসর বুভুক্ষ এক
পথিক।
সমাজ ভ্রুকুটি—
না ,
প্রকৃতি পতিতা হয় না, কোনদিন ।
হয় “পতিত” প্রতিদিন
সেই পুরুষ।