ধনী বাপের আদুরে মেয়ে
অনেকটা পন নিয়ে,
বেজায় মোটা কনে ভ্যাবলা
করলো তবু বিয়ে।
সোফা – টিভি,মিক্সচার গ্রিন্ডার
সাথে শৌখিন খাটে,
সেই দেমাকে নতুন বৌটি
দেখায় মেজাজ ঠাটে।
বাসর রাতে লাড্ডু ফোটে
খ্যাংড়া ভ্যাবলার মনে ,
ফুলের খাটে গেলো শুতে
নতুন বৌয়ের সনে।
হায়রে কপাল! একিগো হাল!
স্থূলাঙ্গিনী তাঁর বধূ,
জুড়ে খাটে নাকের ডাটে
ভ্যাবলা কাঁদে শুধু।
আধেক দেহে একপা খাটে
মেঝেয় আরেক ঠ্যাঙ,
ঘুমের ঘোরে গোদা পায়ে
গিন্নি মারে ল্যাঙ।
ভ্যাবলার দুখে পড়শী কাঁদে
কাঁদে ছাগল ভেড়া,
যৌতুক লোভে করলি বিয়ে
তুইযে আস্ত মেড়া।