নীরবতার আত্মিক কোলাহল,
সবুজ পাতার সজীব নিঃশ্বাস,
অনাবিল বাতাসে অদম্য প্রাণশক্তির নির্যাস,
ভুবন এবার হবে বাসযোগ্য …..
শৃঙ্খল নয় ,
শৃঙ্খলাবদ্ধতায় সঞ্চালিত হোক অন্তঃস্থ ঐশ্বর্য,
হৃদয়জ ধমনীর অন্তরঙ্গতায়….
বাহ্যিক মেকী খোলস আর নয় ,
নিজস্বতা হোক নির্মল আত্মশুদ্ধির অলংকার
সময়ের স্ফটিক স্বচ্ছতায়…..