সকালের স্মৃতি বিকেলেও অম্লান
ম্লান হয়ে গেছে বয়সের লাফ ঝাঁপ
ঝাঁপিতে জড়ানো জয়তু জুঁই এর ঘ্রাণ
ঘ্রাণের নাগাল পায়নি পায়ের ছাপ !
ছাপ ফেলে ফেলে এগিয়ে এসেছি দূরে
দূর প্রবাসেই কেটে গেলো কালবেলা
বেলাভূমি তবু অজেয় শঙ্খ সুরে
সুরে সুর মিলে ময়ূরপঙ্খী ভেলা !
ভেলা ভেসে চলে ইন্দ্রপুরীর সভায়
সভা শেষে ফিরি অভিজ্ঞ খঞ্জনা
খঞ্জনা- ক্রোধ জুড়াই বৃক্ষ তলায়
তলের অতলে ডুবে যায় লাঞ্ছনা !
লাঞ্ছনা নয় , সোহাগার সুখে সোনা
সোনালী আভায় ফুটেছে কদম -ভোর
ভোরের স্বপ্নে কবিতার কল্পনা
কল্পনা-কূলে তুমি আজও মনচোর !