ও ভোরের পাখি রোজ সকালে কি গান গাও,
নতুন নতুন সুরের ছলে কি জানাতে চাও?
আমিতো রোজ বসে থাকি একটু রোদের আশায় ,
নতুন করে জীবন যদি ভরে ভালোবাসায়!
দূরের পথ গেছে বেঁকে সাংকেতিক চিহ্ন এঁকে,
ট্রেনটা কেমন আওয়াজ তুলে আসছে এইদিকে!
ছোট্ট পাখি দূরের থেকে সুরেসুরে বলছ কি আবার
কাছের গাছে বসলে কেন কাজ কোনো নেই তোমার !