বনের পথে বেড়াস কেনে চিকণ কালা তুই।
ফুলের মধু পিবি বলে ঘুরিস বুঝি তুই!
ভোমরা হলি বটেরে তুই ফুলের মধু লুটেলে তুই,
ভোমরা বটে তুই!
ফুল ফুটেছে দেখে যা, ফুলের মধু লুটে যা
চিকণ কালা তুই, ভোমরা বটে তুই!
মরি আমি বিষম লাজে, সাঁঝ-সকালে হরেক কাজে,
ভুলাস কেনে তুই, ভোমরা বটে তুই!
ফুল ফুটেছে দেখে যা, ফুলের মধু লুটে যা
চিকণ কালা তুই, ভোমরা বটে তুই!
কেমনে যাই বনের পথে, কত কি লুকায়ে আছে,
ডরি কত মুই!
সঙ্গ দিবি, রাত পোহাবি, মধু যত লুটে লিবি
কেমন করে শুই!
আয়রে কালা আপন ভোলা,বনের পথে এমনি চলা
অবাক চোখে মুই!
বনের রঙে রঙ মিলাবি,মোহন বাঁশি সুর বাজাবি
অবাক হবো মুই!
বনের যত পাখি সবে,অবাক চোখে চেয়ে রবে,
দেখে লিবি তুই!
চিকণ কালা তুই বটে,ভোমরা বটে তুই
কালা ভোমরা বটে তুই!!