দেশজুড়ে এল উৎসব
বাজলো ভোটের বাদ্যি,
থাকবে যে মুখ ঘুরিয়ে
নেই তো কারও সাধ্যি।
হরেক রকম দল যে আছে
আছেন হরেক নেতা,
জনদেবতাকে খুশীর চেষ্টা
নইলে অধরা জেতা।
দেশজুড়ে এল উৎসব
বাজলো ভোটের বাদ্যি,
থাকবে যে মুখ ঘুরিয়ে
নেই তো কারও সাধ্যি।
হরেক রকম দল যে আছে
আছেন হরেক নেতা,
জনদেবতাকে খুশীর চেষ্টা
নইলে অধরা জেতা।