তাক ধিনা ধিন ধিন
সাঁপুই বাজায় বিন,
বিনের তালে নেচে নেচে
কাটে সাপের দিন l
ডুগ ডুগ ডুগ ডুগ
ডমরু বাজায় কে?
লম্বা লেজে বাঁদর দেখি
ডিগবাজি খায় যে l
বাঁদর আর বাঁদরী মিলে
করলো শেষে বিয়ে,
বাঁদরী দিলো গলায় মালা
বাঁদর টুপি মাথায় দিয়ে l
লাঠি হাতে ছোট্টো মেয়ে
দড়ির ওপর হাঁটে,
মজার মজার খেলায় যে
দিনগুলো তার কাটে l
রামছাগলের খেলা দেখেও
দারুন মজা ভাই,
কচিকাঁচা সবাই মিলে
দল বেঁধে চল যাই ll