কেন কর ধানাই পানাই
আজ এত বাজিয়ে সানাই
বল না বাছা আমার
যাচ্ছি দাসী আনতে তোমার
সেজে আজ বর বেশে
নব্দ্বীপ যাচ্ছি আনতে শেষে।
তা শুনে উঠল ছেলে রেগে
দিল মাকে কামান দেগে
জান না যুগ পালটে গেছে
এখন আর দাসী নয় সে যে।
করে নিয়ো তাকে মনের মিতা
সে যে আধুনিক ও শিক্ষিতা।