সব জিনিষে পাচ্ছি যে টের
ভেজাল ভেজাল গন্ধ,
ছলকপটে সবার মনে
আসল- নকল দ্বন্দ্ব।
যায়না বোঝা মানুষ যেমন
কে ভালো কে মন্দ?
শিশুর পণ্যে দিচ্ছে ভেজাল
ত্রাসে জীবন ছন্দ।
দেশটা জুড়ে রন্ধ্রে রন্ধ্রে
ভেজাল গাড়ে ঘাঁটি,
রোগে ভোগে মানুষজনের
জীবন হচ্ছে মাটি।
মানবতা বিবেক বোধে
তালা দিচ্ছে যারা,
দেশ সমাজের নয়কো মিত্র
পরম শত্রু তারা।
কর্মে ধর্মে মর্মে ভেজাল
জাগবে চেতন কবে?
প্রতিবাদে সরব হলেই
ভেজাল মুক্ত রবে।