খাঁটি জিনিস পাবে কোথায়
ভেজাল সারা দেশটায়,
ভেজাল নিয়ে ভেজাল কথা
লিখছি বসে শেষটায়।
ভেজালদারে দিচ্ছে ভেজাল
দেখছি দিনে দিনে,
ভেজাল ছাড়া কাটে না দিন
আসল ক’জন চেনে!
চালে ভেজাল, ডালে ভেজাল,
নেই রে কিসে ভেজাল,
ভেজালদারের কথায় ভেজাল,
চাল সে চালে বেচাল!
ভেজাল খেয়ে ভেজাল দেহ,
নানান রোগে ধরে,
ভেজাল ওষুধ ভেজাল দুগ্ধ
দেখছি ঘরে ঘরে।
ভালো কিছু পেটে গেলে
বদহজমে মরি,
তখন বুঝি, খেয়েছি খাঁটি,
উপায় কি যে করি!
ভেজাল দেহে, খাঁটি জিনিস ,
সহ্য হয় না আর,
ভাবি এখন ভেজাল যুগে
ভেজাল-ই দরকার!
কথায় ভেজাল,কাজে ভেজাল,
লম্বা ভেজাল দাড়ি,
ভেজাল কথায় সবাই ভোলে
আসলে দেয় আড়ি।
ভন্ডেরা সব বেড়ায় ঘুরে
ধরে যে সাধু বেশ,
ভোটে ভেজাল,নোটে ভেজাল,
ভেজালে ভরা দেশ।