মানুষের মধ্যে অনেক রকম ভূত থাকে
আমাদের কে দেখুন কী ভীষন কবিতার ভূত
মাথার মধ্যে খেলা করে
যেন আকড়ে থাকে দেহ মন
কারোর মধ্যে কাজের ভূত
নাচের গানের আড্ডার
কারো বা ভালোবাসার
মানুষের কিছু কিছু শখ
অজান্তেই ভূতে পরিণত হয়
এ ভূত আশীর্বাদ
আর দেহ হীণ যেসব ভূত
নাকি রাত্রি ভালোবাসে
তাদের উৎসবে
জানাই শুভকামনা
আনন্দে মাতুন কিন্তু মাস্ক পড়ে
নইলে বতর্মান ভূত(কোরোনা)
আপনাদের গ্রাস করতে পারে