গেছো ভূতের কাঁধে
পেত্নী বাসা বাঁধে l
তাইতো রাগে ভূতগিন্নী
সেজেছে আজ শাকচুন্নি l
শেওড়া গাছে বসে
হিহিহি অট্টহাসি হাসে l
পা দুলিয়ে, মুখ ভেঙ্গিয়ে
পেত্নীদের দেয় ঠেঙিয়ে l
ওরে বাবা.. ওরে মা
আর বুঝি বাঁচবো না l
পেত্নী দলের হট্টগোল
ভূত বাবারা হলো পাগল l
রাত বিরেতে অন্ধকারে
থাকো সবাই বন্ধঘরে l
মোদের সাথে ভূতের আড়ি
যাও ফিরে যে যার বাড়ি l