ভুলে গেলেও ভুল হতো
এরকম কোনও বোধে নয়,নিতান্তই ভুলবশতঃ
অনেক কিছুই যায় না ভুলে যাওয়া
এভাবেই অসংখ্য ভুলের পাহাড় জমে
এভাবেই কুন্ঠিত হৃদয়ে সূর্য্যের দিকে যাওয়া
আর মুখোমখি হওয়া মুহূর্তগুলো এভাবেই
কিছু সাদা পাতার আড়ালে মিলিয়ে যায়
উড়ে যায় অকারণ ঝড় বাতাসে
এখনও আমি খুবই নির্জনে নিঃশব্দে
লিখতে লিখতে ভাবি ভুলে গেলে ভুল হতো
ভাবি, এই যে জীবন আর জীবনের বেঁচে থাকা
আর বেঁচে থাকা ঘিরে যে ভুলত্রুটির টানাপোড়েন
কিম্বা স্বপ্ন ও দুঃস্বপ্নের কুটকাচালি
অথবা ক্ষোভ – দুঃখ – বিষাদগুলোকে
শব্দে শব্দে হতো কি লেখা নির্ভুল একটাও
কবিতা নিতান্তই তা ভুলবশতঃ !
ভাবতে ভাবতে ভাবনাদের ভিড়ের ভেতর
অনেক হেঁটেছি, দেখেছি দিন ও রাত্রি ছুঁয়ে থাকা
এই জীবনের কবিতার অসংখ্য ভুলের মধ্যেও
ভালোবাসার জন্য বেঁচে থাকার যুদ্ধ ভুলে গেলে
সত্যি সত্যিই ক্ষমাহীন ভুল হতো
অগোচরে অনিচ্ছাকৃত ভুলগুলোই করে চলি, তবুও ।