মাঝে মাঝে তোমার খেলায় মন দিতে চাই
বোঝার চেষ্টা করি কতটা মনোসংযোগ আছে
বিতর্কে আকাশ কাঁপে- প্রারম্ভিকেই অন্তের দ্বন্দ্ব।
যেখানেই চোখ রাখি দেখি খুঁজছে অতিপাতি
সন্দেহের তলায় চুলচেরা বিচার প্রহসন হাসে অনর্গল
রাস্তায় বিক্ষোভ ,দলে দলে উদ্ভ্রান্ত দিশাহারা দীর্ঘশ্বাসে।
তোমার উদ্বোধনে স্বপ্ন জাগায় কতক বন্ধ দরজায়
বিড়ম্বিতের মিছিল বাড়ছে, আগ্রাসনের নিত্যনতুন চিত্রকল্পে-
শঙ্কিত পাদুটি অলীক কল্পনায় সদাই সন্ত্রস্ত ।
এখনও তো বাঁশি বাজে প্রতীক্ষিত কদম্বে সোহাগের আমন্ত্রণে
ফুটপাতে অরক্ষণীয় রাতে আলিঙ্গন স্পর্শের উত্তেজনায় –
ক্ষেপে ওঠে দৈন্যতার প্রেম – পরাগ মিলনের আকর্ষণে।
এরপর অভিসন্ধির ভোটাভুটি সম্ভবনাময় ও সন্দেহের তালিকায়
কর্তব্যহীন নির্লজ্যতার হাতেই বিশ্বাসে দায়িত্বভার
সূর্য এসে ভুল ভাঙায় – হিসাবে ভুল হয়ে গেছে মাশুল গুনছি আজীবন।