নিজেকে দোষী করে কি হবে,
জন্মভূমি ‘কে দোষী করে কি পাবে,
কেউ যদি দুষ্ট রক্ষক হয়,
তাকে রুষ্ট করে হয়ো নির্ভয়,
সমাজকে দোষী করা নির্ভুল বোকামি,
মুদ্রাস্ফীতি নিয়ে বিরক্ত তুমি, আমি,
সমস্ত পরিনতির কষ্ট ভোগ কর,
জীবনের সমস্ত দূর্যোগ জয় কর,
নিজের দ্বায়িত্বে জনতার পালক হও,
পঞ্চবার্ষিকী মেকি খেলায় ভীত নও,
পরিবর্তন হোক না’হোক খেলা হবে,
হারানো সন্মান রাজ্যপাট ফিরে পাবে,
পাপী তার দোসরদের আড়াল করে,
পাপ ‘কে ক্ষমা করোনা ভুল হবে।