অমল ধবল মেঘ নভ মাঝে ছুটে বেগ
কত রূপ সেথা রাজে,
শৈল্য শিখর চূড়ায় মেঘের আঁচল ছায়
তুষারের ন্যায় সাজে।
নির্ঝর ঝরনা তায় বেলোয়ারি নাদে ধায়
শোভা দেখে মন রাঙে,
তটিনী পানেতে চলে নিরবধি কল কলে
ভরা জল রঙে গাঙে।
প্রকৃতির একি শোভা কত রূপ মনোলোভা
অনিমেষ চেয়ে থাকা,
দিগন্তে সবুজ নীলে একাকার মিশে মিলে
অপূর্ব কোলাজ আঁকা।
যেন গো বসন্ত রাজে এইরূপ মনে বাজে
রঙ রূপে পূর্ণ ধরা,
যেদিকে তাকানো যায় প্রকৃতির সাজ তায়
মধুর আবেশ ভরা।
কোকিলের কুহু গান ময়ূরের কেকা তান
নান্দনিক লাগে কত,
মনের ভাবনাগুলি উড়ে চলে ডানা মেলি
শরতের মেঘ মত।
পাহাড় জঙ্গল ফাঁকে গর্জে নদী চলে বাঁকে
শুনি প্রতিধ্বনি নাদ,
নাচে তরঙ্গ উছল বয়ে যায় অবিচল
মনেতে আনন্দ স্বাদ।