কাজেবাজে নেই মন ,
ফাঁকিবাজ আমি ভীষন ।
কাজের কথা শুনলে পরে ,
মাথাটা কেমন যেন দপদপ করে ।
এ আজকের কার স্বভাব নয় রে বোন ।
আমি ছোটবেলা থেকেই এমন ।
লেখাপড়ায় ছিল না মন ,
তখন আড্ডা ছিল সারাক্ষন ।
কিন্তু মনে ছিল না কোন শঙ্কা ।
স্থির ভবিতব্য, প্রতিবছরই লবডঙ্কা ।
আসলে, লেখাপড়াটা ছিল যেন চোখের বালি ।
আজও অভ্যাস বদলায় নি এতোটুকু, বয়স বেড়েছে খালি ।
এখনও ঊর্ধ্বতনের কাছে খাই গালাগালি ।
কারণ সেই একটাই –
সারাদিন নিয়ম করে ফাঁকি দেওয়া চাই ।।