বাংলা আজ কেন ব্রাত্য
কখনো কি প্রশ্ন করেছ নিজেকে?
যে ভাষাকে দেয়না মান
সেই তো করবে অপমান।
যে ভাষার জন্য রক্তক্ষয়ী আন্দোলন
ভুলে গেলে কিভাবে আপামর বাঙালি সন্তান?
যারা তোমাকে করেছিল অবরুদ্ধ
সেই ভাষাকেই দিচ্ছ তুমি গুরুত্ব!
ভুলে গেলে কিভাবে ভাষা আন্দোলন
বাংলা ভাষার জন্য যারা করল জীবনদান।
মনে করো তাদের কথা তোমার পূর্বসুরি
তারাও তখন পারত কিন্তু, ভরতে নিজের ভুঁড়ি।
জীবন বাজি রেখে তারা ছিনিয়ে নিল জয়
আজ আমরা সবাই মিলে করছি ,সেই ভাষারই ক্ষয়।
ধন্য তোমরা জব্বার,বরকত,রফিক,সফিউর,সালাম তোমাদের জন্য আজ বাংলার আন্তর্জাতিক মান।
মাতৃভাষা- মাতৃদুগ্ধ সমান- যদি মানতে না পার
তোমাকেই দায় নিতে হবে কিন্তু, মাতৃহত্যার।
বাংলা তোমার মায়ের ভাষা, তোমার আশৈশবের ভাষা
হে বাঙালি, জেগে উঠে বাঁচাও নিজের, মাতৃভাষা।।