বেটার লেট দ্যান নেভার,
জগদ্দল পাথর একটু নড়লো এবার!
সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশ,
ঘৃণা ভাষণ করতে হবে শেষ।
করতে হবে কঠোর পদক্ষেপ,
নাহলে করা হবে হস্তক্ষেপ।
হয়ে গেছে ইতিমধ্যে বহু ক্ষতি,
বিগড়ে গেছে অনেকের মতি!
কীভাবে হবে ক্ষতির পূরণ,
সুপ্রিম শুধুমাত্র দেয় ভাষণ!
কাজের কাজ হয় কোথায়,
ভাষণের পর শীতঘুমে যায়!
বিশেষ ক্ষেত্রে সুপ্রিম দুর্বলতা,
ফ্যাসিবাদকে করছে সহায়তা!
ধীরে ধীরে ধ্বংস হচ্ছে গণতন্ত্র,
সুপ্রিম দেয় না বাঁচার মন্ত্র!
আমাদের যবে হবে সুমতি,
তবেই কাটবে সব দুর্গতি।।