বাতাসে পোড়া গন্ধ
কিংবা মাটিতে রক্তের দাগ
আমার ভাল লাগেনা ।
কোন অবৈধ টাকার ভাগ নিয়ে ঝামেলার খবরে ভয় লাগে ,
প্রশাসন অথবা অন্ধকার
সাধারণের পাশে থাকেনা ,
তাই ভিড়ের মিছিলে একা হেটে যাই আর ফিরি , পরণে ছেঁড়া পোশাক আর কাধে ঝোলা ।
চায়ের দোকান আমার শিক্ষালয় , বিড়ি ও চা আমার নিঃসঙ্গতার সাথী , ভালবাসা ।
কোন রাজনৈতিক দলের শেখানো বুলি আওড়াই না ।
কবিতা লিখি , আপনজন খুঁজি
বিশ্বাস ,আদর্শ ও সততাকে হারিয়ে যেতে দেখলে কান্না পায় , গণতন্ত্রকে ধর্ষিত দেখলে রাগ হয় ,
শব্দ ছুড়ি জনসমুদ্রে একরাশ যন্ত্রণা নিয়ে ,সবাই বিক্রি হয়না ,
বাতাসে পোড়া গন্ধ
মাটিতে রক্তের দাগ
আমার ভাল লাগেনা ।