আমি ভালো বেসেছি তারে,
স্বয়ং পার্বতী বসেছেন যার নামে।
হিমালয় কন্যা, আদ্রিজা,
চোখের আলোতে তার গহনা।
আমি ভালবাসি তারে,
সকলে কষ্ট দিয়েছে যারে।
পৃথিবীর শক্তিশালী নারী,
মনের মন্দিরে রাখি, সজাগ করি।
সাদাসিধে, বেঁটে-খাটো,
ঝলমলে তার চোখের আলোয়,
মাইনাস পাওয়ারের চশমায়,
মোটা কাঁচেও ঠিক বুঝি ভালোবাসার ভাষায়
মনের মধ্যে চেপে রাখা না বলা কথা গুলো।
আমি শুধু বাসবো ভালো,
তুমি জ্বালো ঘরের আলো।
ঘুচাও অন্ধকারের শ্বাস,
ধুনুচি জ্বালো, ভাসাও প্রেমের আশ্বাস।
ধূপের গন্ধে তাড়িয়ে দাও,
অশুভ শক্তি দূরে পাঠাও,
আবার শুভঃ সূচনা ঘটাও।
ছড়িয়ে দাও ভালোবাসার ধোঁয়াশা,
আমাদের জীবনে নিয়ে আসো আলোবাণী আশার।