হার মানলে অবশেষে
তৃতীয় বার পারলে না আর,
আগে দু’বার বিজয়িনী হয়েছিলে ।
কুড়ি দিনের মরণপণ লড়াই শেষ,
বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি।
বহু বহু দূরে চলে গেলে,
ছটফটে সুন্দরী প্রাণোচ্ছল যুবতী,
কন্যাসমা তোমাকে আমরা আর পাবো না!
এতো তাড়া ছিল কেন তোমার?
যত্তোসব পাপীরা তো দিব্যি আছে!
কিছু অত্যুৎসাহী ব্রেকিং নিউজ করে
তোমাকে আগেই মেরে ফেলেছিল!
তুমি তাদের কথা সত্যি করে দিলে!
আমরা যারা প্রাণ দিয়ে ভালোবাসি,
তাদের কথা রাখো নি কেনো ?
ভালোবাসায় খামতি ছিল কী কিছু!
নাকি বিধাতার নিষ্ঠুর পরিহাস!
তুমি যেখানে যতো দূরেই থাকো,
আমাদের ভালোবাসা অটুঁট থাকবে,
তুমি খুব খুব ভালো থেকো এখন,
জাগতিক ব্যথা – বেদনা থেকে দূরে।