আপনজনের হৃদ অঙ্গনে
হৃদমিলনে প্রাণবন্ত হোক
ভালোবাসায় রাখব যতনে
নয়নে নয়ন রাখার ঝোঁক।
স্নেহে ,সোহাগে ভরুক জীবন
হাতে- হাত চলো গীতি ছন্দে
আপনার করে মিলনন্তে আপন
দিনের শেষে মিলব আনন্দে।
রেখে যাবো মনোময় হর্ষ
মুছে যাক দুঃখ, কষ্ট বিমর্ষ ।
আপনজনের হৃদ অঙ্গনে
হৃদমিলনে প্রাণবন্ত হোক
ভালোবাসায় রাখব যতনে
নয়নে নয়ন রাখার ঝোঁক।
স্নেহে ,সোহাগে ভরুক জীবন
হাতে- হাত চলো গীতি ছন্দে
আপনার করে মিলনন্তে আপন
দিনের শেষে মিলব আনন্দে।
রেখে যাবো মনোময় হর্ষ
মুছে যাক দুঃখ, কষ্ট বিমর্ষ ।