আমার কাছে ভালোবাসা মানে তুমি ঐ অসীম সুনীল আকাশ,,
আমি নীল ঘুড়ি, তোমার অসীমে ইচ্ছে মত হাওয়ায় ভেসে উড়ি।
ভালোবাসা মানে তুমি প্রস্ফুটিত ফুলের বাগান
আমি রঙিন প্রজাপতি,,
ফুলে ফুলে ঘুরে ঘুরে মাখবো পাখায় সুবাসিত রেনু।
ভালোবাসা মানে তুমি ঐ সবুজ সুউচ্চ পাহাড়
আমি উচ্ছ্বসিত চঞ্চল ঝর্না,,
বয়ে চলি বুকে তোমার উচ্ছল দুরন্ত এক বুনো কন্যা।
ভালোবাসা মানে তুমি দিগন্তে বিস্তৃত বিশাল সাগর
আমি ঐ পালতোলা জাহাজ,,
নীলজলে আলোড়ন তুলে ঢেউ ভেঙে ভেসে চলি দূরে…
ভালোবাসা মানে তুমি আমি পাশাপাশি চুপচাপ হেটে যাওয়া
শুধু নিশ্চুপ নিরবতা,,,,
মুখে কোন কথা নেই অনুভবে অনেক কথা বলা।
ভালোবাসা মানে প্রাণে প্রাণে সুনির্মল অনুভূতির অনুভব,
হৃদয়ের অমোঘ টান,,,,
দুজনের প্রতি দুজনের বিশ্বাস সম্মান আর অনেক অনেক ভরসা।