তুই কি পারিস না, এই হাতটা ধরতে?
তুই কি পারিস না, একসাথে এই পথটুকু চলতে?
তোর, কোলেই মাথা রেখে বলতে যে চাই –
আমি তোকেই ভালোবাসি।
তুই কি পারিস না, আমার জন্য ভালোবাসা আনতে?
শুষ্ক এই মরুভূমির মাঝে – মরুদ্যান হতে,
আমি যে, রাজা হতে চাই তোর ভালোবাসায়-
বল পারবি কি তুই, আমায় ভালোবাসতে?
তোর ভালোবাসার উষ্ণ প্রস্রবণে সিঞ্চিত হতে চাই,
শুকনো এই বুকে জলের স্পর্শ পেতে চাই,
চারাগাছ থেকে, তোর জলের স্পর্শে মহীরুহ হতে চাই-
বল পারবি কি, তোর ভালোবাসায় সিঞ্চিত করতে?
তোর ভোরের আকাশে হেমন্তের শিশির হতে চাই,
তোর দিনের সমস্ত ক্লেদ হাসিমুখে মুছে দিতে চাই,
সন্ধ্যার ঐ কনেদেখা আলোর, শিখা হতে চাই
তোর রাতের আকাশে একফাঁলি চাঁদ হতে চাই।
আমার চাওয়া পাওয়ার হিসেবগুলো মিলিয়ে দেখে নিস,
তোর মাঝেতেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর,
সময়মতো জানিয়ে দিস, যদি সম্ভব হয়-
উত্তরটা পাবো, জেনেই আছি প্রতীক্ষায় ।।