জানি –
ভালোবাসা সহজ বলে
কোনো প্রথম সারির ছেলের উত্তরের মতো
কোনো রাঁধুনীর রান্নার মতো
কোনো জ্ঞানীর মতো
ভালোবাসা সহজ!
তবে কিছুক্ষন বুঝতে পারা যায় না –
শেষ সারির ছেলে গুলোর উওরের মতো
প্রথম রান্নার রাঁধুনীর মতো,
আর, অজ্ঞানেদের মতো
বুঝতে পারা যায় না
ভালোবাসা কঠিন হলে সহজ হতো!