এক ভ্রমরা দুঃখ বিলাসিনী।
গায়ে শুধু প্রশ্ন রেণু
উত্তর খোঁজে নি।
সেই যে গাছে পলাশ ফোটে না,
যেই বাতাসে গন্ধ ছোটে না,
সেই তাকে কি ভালোবাসা যায়?
পাতার রং, জল ফড়িঙের স্বপ্ন
আবারো কি ফিরিয়ে দেওয়া যায়?
সেই যে পাখির এলোমেলো ডানা,
যেই বেলাতে মেঘের আনাগোনা,
সেই তাকে কি ভালোবাসা যায়?
নীল অনুভব আকাশ খুলে রাখলে
আবারো কি রাঙিয়ে দেওয়া যায়?
মিষ্টি রোদ হঠাৎ প্রখর হলে
সেই তাকে কি ভালোবাসা যায়?
সেই ভ্রমরা পুষ্প বিরহিনী।
বসন্তে তার ঘোর লেগেছে
উত্তর খোঁজে নি।
সেই যে নদী সাগর চেনে না,
যেই মোহনা মিলন আঁকে না,
সেই তাকে কি ভালোবাসা যায়?
নুনের বিষ জমে পাথর হলে
আবারও কি গলিয়ে নেওয়া যায়?
সেই যে প্রেমিক বহু দূরে আজ,
যেই প্রেমিকা খোলেনা চিঠির ভাঁজ,
সেই তাকে কি ভালোবাসা যায়?
একটা গল্প, শেষ হয়েছে যা,
আবারও কি শুরু করা যায়?
ভালোবেসেও ভালোবাসিনা বললে
সেই তাকে কি ভালোবাসা যায়?
