ভালোবাসা জগতের অমূল্য রতন,
যায়না কভু কেনা,
বেশ বাস অর্থে পাওয়া যায়
ভালোবাসা হৃদয়ের চেনা।
ভালোবাসা মনে মন মেলা,
অনুভূতি হৃদে জাগে,
অনুপম অনুরাগে মাখে প্রীতি,
ইমণ কল্যাণ রাগে।
পরশমণি সমান ভালোবাসা মানি,
ছোঁয়াতে নত সবে,
জাতপাত ধর্মাপেক্ষা মানুষ বড়ো,
চিরসত্য জেনো ভবে।