সুগন্ধী সাবান, ট্যালকম পাওডার,
তোকে কি! গায়ে মাখা যায় ;
সুগন্ধ তেল! মেখে সুবাস ছড়ায়?
ভালোবাসা, তোর গন্ধ কেমন?
মায়ের বাসি কাপড়ের টকটক গন্ধ,
জড়িয়ে ধরলে, জাপটে ধরলে চোখ বন্ধ,
সে রকম কি, নাকি তার চেয়ে ও জোরালো।
ভালোবাসা – তুই কার….
প্রেমিক না প্রেমিকার,
চাঁদ বলে, আমার আর– চাঁদনীর,
চকোর চকোরী, তখন তীব্রস্বরে চেঁচায় আমাদের…..সেইসময়
বাঁশঝাড় দুলে ওঠে শনশন, জোরে জোরে হাসির শব্দ খনখন,
কে হাসে-, শাকচুন্নির বাসা থেকে, হাসছে কি ও তাহলে।
ভালোবাসা – তুই হলি আবেগ অনুভূতিতে মাখা সন্দেশ।
নলেন গুড়, কব্জি চুবিয়ে কচি পাঁঠার ঝোল,
আহা আহা শব্দ, আওয়াজ করে ঢেকুর তোলা,
শীতের কালে – লেপ কম্বলে জড়িয়ে ভাতঘুম দেওয়া ।
ভালোবাসা, – নরম এক মুঠো রোদে, বাবার পাকা চুল বাছা,
একটা তুললে দশ পয়সা পুরস্কার পাওয়া,
গরমে বাবার পিঠের শত শত ঘামাচি মারা,
ভালোবাসা, আ – মরণ, তুই তো দেখি সব জায়গা জুড়ে।
মাঠ ঘাট দখল করে আছিস, ইনকেলাব জিন্দাবাদে।
ছেঁড়া চটি, দৌড় ঝাঁপ, পিঠে ডাণ্ডাবাড়ি ছেলে মেয়ের।
কি করিস ওখানে , পালা পালা ওখান থাকলে, গলাটিপে ধরে
মারবে যে তোকে,
নিজেকে বাঁচিয়ে রাখ যত্ন করে।
শীতের দিনে লেপ কম্বলে ভেসে, ভালোবাসা,
রাখবো জড়িয়ে তোকে,
নিবিড় করে ভালোবেসে।