বৌ নেবে গো বৌ ?কেমন চাই?
মন মতো না হলে শ্বশুর কুলে হবে না ঠাঁই।
কর ত্যাগ, কুমারী কালের স্বাধীন অভ্যাস
দাসত্বে দাও বলী। শুধুই চোখের আভাস।
নতুন করে শিখবে বলন। নতুন ঢংয়ে বাঁধবে চলনে। ,
থাক না চোখে জল!চলবে মেকী হাসির চমক এনে।
ভালোর অভিনয় করতে করতে একদিন হবে ক্লান্ত,
ভালবাসার মানুষ নরম ঘাঁটি পেয়ে থাবা বসাবে শক্ত।
ঠোঁটের হাসির নড়ন চড়ন স্তব্ধ যেদিন তুমি শ্রান্ত।
ভুলের মাসুল গুনতে হবে তোমায়। কারণ তুমি ক্লান্ত।
নিরাহারে, অনাদরে ও সবারে অনেক দিলে ভরে ,
তবুও দাম পেলে না তার,এই নতুন এ সংসারে।
একে একে তোমার দুইটি রিপুর ছুটি যাবে হয়ে,
কানে তুলো , পিঠে কুলো বাধবে সয়ে সয়ে।
ঠোঁটের হাসির নড়ন চড়ন হবে না আর পলকে
হাসতে গেলে চোখে জলের আভাস উঠবে ছলকে।
এখানে কি সত্যি হবু বৌ বিক্রি হয়?হয় গো হয়, হয়।
সাদামাটা মেয়ের দরটা একটু বেশি ,অনেকেই কয়।
মুখোরা ডাকা বুকো বৌ ? কোন ক্রমেই নয়। তা জানি।
কারণ দাপুটে বৌয়ের কাছে ,মুখে রাখতে হবে হাসি।
দেহের জৌলুশ চলে গেলে , মন টানে অন্য চোখে,
তখন বৌয়ের মরা মাস।আর বিদ্যুৎ সে চোখে ।
এ যেন দেবী দুর্গা দুর্গতি নাশিনি হাতে তাঁর ত্রিশূল।
,যেন খর্গ ধারিনী। দুর্গতি নাশে ,হাতে জ্বলন্ত মশাল।